চাঁদপুর: চাঁদপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় বাবুরহাটের মুসলিম বেকারী এবং ওয়্যারলেস বাজারের বিক্রমপুর সুইটস ও জনতা ট্রেডার্সকে পৃথম মামলায় সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷
মঙ্গলবার (১৯অক্টোবর) বিকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন’র নেতৃত্বে জেলার সদর উপজেলার বাবুরহাট ও ওয়্যারলেস বাজার এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয় এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সার্বিক সহযোগিতায় চাঁদপুর জেলা সদর উপজেলার বাবুরহাট ও ওয়্যারলেস বাজার এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
ভোক্তা অধিকার আইন ২০০৯ লঙ্ঘন করার দায়ে বাবুরহাটের মুসলিম বেকারীকে ৫ হাজার টাকা ও ওয়্যারলেস বাজারের বিক্রমপুর সুইটসকে ২ হাজার ৫শ’ টাকা এবং জনতা ট্রেডার্সকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৯ হাজার ৫ শ’ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সহায়তা করেন জেলা পুলিশের একটি চৌকশ টিম৷ জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।
ফম/এমএমএ/