
চাঁদপুর: চাঁদপুর শহরের মুরগীর বাজার নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। রমজানের পূর্ব থেকে বাজার ব্রয়লারসহ সব মুরগীর দামই বেড়েছে। কিন্তু গত দুই দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্রয়লার মুরগীর দাম কমলেও চাঁদপুর শহরের একেক বাজারে একেক দামে বিক্রি হচ্ছে। রমজান মাসে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণে মনিটরিং এর সিদ্ধান্ত নিলেও কোন অভিযানই শহর এলাকায় দেখা যায়নি।
সোমবার (২৭ মার্চ) দুপুরে খোঁজ নিয়ে দেখাগেল একেক বাজারে একেক মূল্যে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগী। শহরের নতুন বাজার বেশ কয়েকটি মুরগীর দোকান। বাজারের প্রবেশ পথের প্রথম দোকানে বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৪০ টাকা। এরপরের দোকানে দাম জিজ্ঞাসা করা হলে বললেন প্রতি কেজি ২৪০টাকা। ছবি তোলার পর বললেন না ভাই প্রতি কেজি ২৩০টাকা। দুই রকম বলার কারণ হিসেবে বললেন আগের কেনা।
বাজারের ভিতরে বাকী দুই দোকানে প্রতি কেজি ব্রয়লার ২৩০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শহরের মিশন রোডের মাথায় একটি মুরগীর দোকান। এই দোকানের মালিক আব্দুর রহমান। তিনি জানান, প্রতিকেজি ব্রয়লার ২৫০টাকা এবং কক মুরগী প্রতিকেজি ৩৫০টাকা।
নতুন বাজারে আসা কয়েকজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে জানান, বাজার কারা নিয়ন্ত্রণে করে। ব্যবসায়ীরা যে যার মতো করে দাম নিচ্ছেন। সাধারণ মানুষের জন্য সবচাইতে বেশী বিড়ম্বনা। প্রশাসনের নজরদারি না থাকায় এই অবস্থা।
ফম/এমএমএ/