চাঁদপুর: চাঁদপুর সদর মডেল থানার মাদকবিরোধী নিয়মিত অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এমরান খন্দকার (৪৩) নামে মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ১টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এমরান গুনরাজদী গ্রামের খন্দকার বাড়ীর আব্দুল লতিফ খন্দকারের ছেলে।
চাঁদপুর সদর মডেল থানা সূত্রে জানাগেছে, রাত পৌনে ১টার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে গুনরাজদী এলাকার ১১নং ওয়ার্ড টেম্পু ঘাট সংলগ্ন পাওয়ার হাউজের পাশ্ববর্তী মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে মাদকব্যবসায়ী এমরানকে গ্রেফতার করেন।
এ সময় তার কাছ থেকে ২৩পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ফম/এমএমএ/