চাঁদপুর শহরের মাদকব্যবসায়ী মাইগ্যা মাসুদ স্ত্রীসহ গ্রেফতার

চাঁদপুর:  চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে স্বামী মো. মাসুদ বেপারী (৩৯) ও স্ত্রী কুলসুমা আক্তার সাদিয়া কে ১শ ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওয়ারলেস মোড় বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানাগেছে, আজ দুপুর ১২ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমএর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর শহরের ওয়ারলেস মোড় বাজার এলাকায় মেহেরুন ও জাবের স্টোর নামীয় দোকানের সামনে রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় আসামি মোঃ মাসুদ বেপারী, প্রকাশ মাইগ্যা মাসুদ (৩৯) পিতা-মৃত আব্দুল মতিন,মাতা- রাশিদা বেগম,  কুলসুমা আক্তার সাদিয়া, স্বামী-মোঃ মাসুদ বেপারী প্রকাশ মাইগ্যা মাসুদ, মাতা- মনোয়ারা বেগম  এর দেহ তল্লাশি করে  যথাক্রমে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা।
আসামিদ্বয় পরস্পর স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।  এ বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।
ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম