চাঁদপুর: চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ শহরের বাসিন্দা মাদকব্যবসায়ী জাকির হোসেন (২৭) গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশ গ্রেফতার করেন। জাকির তালতলা বকাউল বাড়ী এলাকার মৃত হজু বেপারীর ছেলে।
শুক্রবার (৩ জুন) চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, বৃহস্পতিবার দিনগত রা অনুমান ২৩.৫৫ ঘটিকার সময় চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চাঁদপুর সদর মডেল থানাধীন পৌরসভার ১৫নং ওয়ার্ডস্থ বিষ্ণুদী ব্যাংক কলোনী রোডে (জসিম) খান ভিলার সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
ফম/এমএমএ/