চাঁদপুর শহরের মাদকবিক্রেতা সালাউদ্দিন গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদী এলাকার মাদকবিক্রেতা সালাউদ্দিন বকাউল(৩৯) কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে আনুমানিক পৌনে ৯টার দিকে সদর মডেল থানাধীন ১২নম্বর ওয়ার্ড (পৌরসভা) দক্ষিন গুনরাজদী রেল লাইনের দক্ষিন পার্শ্বে আলী হোসেন ক্যাডেট মাদ্রাসার সামনে কাদির বেপারী বাড়ীর কাচা রাস্তার উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক অভিযান পরিচালনা করে আসামী সালাউদ্দিন বকাউলকে গ্রেফতার এবং তার হেফাজত হতে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মুল্য অনুমান ১০ হাজার টাক।

সালাউদ্দিন চাঁদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী গ্রামের মৃত হারুন বকাউলের ছেলে।

পুলিশ সুপারের নির্দেশে এবং চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম এর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন থানার উপ-পরিদর্শক (এসআই) আঃ আলিম এর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস দল।

পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, সে দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হইতে গাঁজা সংগ্রহ করিয়া ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা গাঁজা বিক্রয় করে আসছিল। আসামীর দেহ তল্লাশি করিয়া তাহার পরিহিত প্যান্টের সাথে কোমড়ে বাধা সাদা পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা আসামীর নিজ হাতে বাহির করে দেয়া মতে উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

চাঁদপুরে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম