চাঁদপুর শহরের পুরাণ বাজার ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: অস্থাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও মূল্য তালিকা প্রদর্শন না করায় চাঁদপুর শহরের পুরাণ বাজার তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে পুরান বাজারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ি ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে প্রাইম ফুড প্রোডাক্টসকে ৭ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় জননী ট্রেডার্সকে ৩ হাজার টাকা এবং একই অপরাধে মেসার্স বিপ্লব পালকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন পুরান বাজার পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষা এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম