চাঁদপুর: ভোক্তা অধিকার লঙ্ঘন করায় চাঁদপুর শহরের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে নতুন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি বলেন, আজ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম এর পরিদর্শন শেষে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক দুটি প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় নতুন বাজারের নিপা ফার্মেসিকে ৪ হাজার টাকা এবং নোংরা ময়লাযুক্ত দধি বিক্রি অবস্থায় বাস স্ট্যান্ড এর মরিয়াম সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশ ও জেলা আনসার ব্যাটালিয়ন চাঁদপুর এর চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় আমাদের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/