চাঁদপুর: চাঁদপুর শহরে যৌথ বাহিনীর অভিযানে সালাউদ্দিন (৩৫) নামে চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের নিউ ট্রাক রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাতেই এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং চাঁদপুর থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকা থেকে তালিকাভুক্ত চিহ্নিত চাঁদাবাজ সালাউদ্দিন (৩৫) কে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যাক্তিকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ফম/এমএমএ/