চাঁদপুর শহরের কোড়ালিয়া থেকে মাদককারবারি নিতা আটক

চাঁদপুর: চাঁদপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কোড়ালিয়া এলাকার মিয়া বাড়ির ঘাটে নিশি বিল্ডিং, নতুন রাস্তা এলাকার বাসিন্দা খালেকের ছেলে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী নিতা কে (২৮) ইয়াবা সহ হাতেনাতে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে কোড়ালিয়া এলাকার মিয়া বাড়ি ঘাটের মোস্তফা গাজীর ছেলে ইয়াবা ডিলার মোঃ জসিম গাজীর কাছ থেকে ৭ পিচ ইয়াবা ক্রয় করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন যুবক চিহ্নিত করে এই কারবারিকে আটক করে রাখে ।
পরে পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয়রা জানান ৫ আগস্টের পর থেকে কোড়ালিয়া এলাকার একাধিক যুবক মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। এই এলাকায় একাধিক মাদক কারবারি রয়েছে, যারা সক্রিয়ভাবে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। কোড়ালিয়া এলাকার মিয়াবাড়ী ঘাটের চিহ্নিত মাদক কার বাড়ি জসিম (৩৪) গাজীর কাছ থেকে শহরের নিশি বিল্ডিং এলাকার বাসিন্দা খালেকের ছেলে নিতা ৭ পিচ ইয়াবা কিনে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন যুবক আটক করে রাখে।

আটকের বিষয়টি চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে অবগত করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে মডেল থানার এস,আই সেলিম সঙ্গীও ফোর্স নিয়ে মাদক কারবারি নিতা কে থানা হেফাজতে নিয়ে আসে।

এই ঘটনায় স্থানীয় বাদল বেপারী , কবির হোসেন ছৈয়াল, জহির খলিফা,ছালাম গাজী সহ অনেকেই জানান, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে মাদক ব্যবসায়ীরা সক্রিয়ভাবে মাদক ক্রয় বিক্রয় করছে।

পুলিশ প্রশাসনের নিয়মিত টহল ও তৎপরতা না থাকায় মাদক কারবারিরা নির্বিঘ্নে যেখানে সেখানে মাদক সেবন ও বিক্রি চালিয়ে যাচ্ছে। এই কোড়ালিয়া এলাকায় ইয়াবা ডিলার জসিম গাজীসহ আরো অনেকেই সক্রিয়ভাবে চাঁদপুর শহরে একাধিক মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদেরকে দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা না নিলে আমাদের সমাজে ভয়াবহ আকার ধারণ করবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম