চাঁদপুর ল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে জহিরুল ইসলাম

অ্যাডভোকেট মুহাম্মদ জহিরুল ইসলাম। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: ঐতিহ্যবাহী চাঁদপুর ল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব ভার নিলেন চাঁদপুরের বিশিষ্ট আইনজীবী ও চাঁদপুর ল কলেজের প্রবীণ শিক্ষক অ্যাডভোকেট মুহাম্মদ জহিরুল ইসলাম।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন তিনি। তিনি আরো জানান, প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমি চাঁদপুর ল কলেজের শিক্ষকতার দায়িত্ব পালন করে আসছি।

এছাড়াও ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত চাঁদপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সম্মানের সহিত কাজ করার জন্যে আমি সকলের কাছে দোয়া কামনা কেছি।

উল্লেখ্য, মুহাম্মদ জহিরুল ইসলাম চাঁদপুর জেলা আইনজীবী সমিতির তিনবারের সভাপতিও দুইবার  সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম