চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে ক্লাসপার্টি অনুষ্ঠিত

চাঁদপুর:  উৎসবমুখর আয়োজনে চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে ক্লাসপার্টি অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শনিবার (৩০ নভেম্বর)  সকা‌লে বিদ্যালয় হলরুমে কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ক্লাসপার্টি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান,‌ কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন করে।‌ এর আগে শিক্ষার্থীদের তৈরি কাজের ফুলসহ বিভিন্ন উপকরণ দিয়ে বিদ্যালয়ের হলরুম‌ সাজানো হয়।

চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মৃণাল কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমান, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ শিশির, চাঁদপুর ল্যাবরেটরি বিদ্যালয়ের উপদেষ্টা শিক্ষক দুলাল চন্দ্র গোস্বামী,‌ সহকারি অধ্যক্ষ ও পরিচালক মৃদুল কান্তি দাস, সাংবাদিক ও লেখক আশিক বিন রহিম।

এসময় চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের শিক্ষাকদের মধ্যে উপস্থিত ছিলেন, বিথি কর্মকার, সুমি শীল, নুসরাত জাহান, তানজিলা আক্তার, পূর্ণিমা দাস, কাকলি দাসসহ সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম