
নতুন বছরের প্রথম দিনে, নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত ছিলো ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের হাস্যজ্জল চোখে-মুখে ছিলো জীবনের লক্ষ্যপূরণে- স্বপ্নজয়ের সোপানে পা রাখার আনন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জীবনদ্বীপ এর প্রতিষ্ঠাতা অ্যাড. বিনয় ভুষণ মজুমদার।
চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মৃণাল কান্তি দাসের সভাপতিত্বে এবং পরিচালক ও সহকারি অধ্যক্ষ মৃদুল কান্তি দাসের পরিচালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, অভিভাবক এবং মাতৃপীঠ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. মাসুদুর রহমান, অভিভাবক এবং চাঁদপুর সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম।
এসময় অভিভাবক ও হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইসকান্দর মীর্জা, অভিভাক ও ব্যবসায়ী ইকবাল হোসেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বিথী কর্মকার, সুমি শীল, নুসরাত জাহানসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।