
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে শুরু করে লাকসাম ও চিতৈষী থেকে শুরু করে রাতে চাঁদপুর শহরের বড় স্টেশন পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ রেলওয়ের লাকসাম কানুনগো ইকবাল মাহমুদ। এসময় লাকসাম আরএনবি থানার ওসি নূর মোহাম্মদ, চাঁদপুর আরএনবি থানার ইনচার্জ শাহদাত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
লাকসাম কানুনগো ইকবাল মাহমুদ বলেন, রেললাইন ও উভয় পাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি লাকসাম থেকে শুরু হয়ে চাঁদপুর শহরের বড় স্টেশন এসে শেষ হয়। এসময় প্রায় ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমাদের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।