চাঁদপুর লঞ্চঘাট থেকে ৬ ছিনতাইকারী আটক করেছে নৌ পুলিশ

চাঁদপুর: চাঁদপুর লঞ্চ ঘাট এলাকায় নৌ‌ পু‌লি‌শ অ‌ভিযান চা‌লিয়ে ৬ জন ছিনতাইকারী‌কে আটক করা হয়েছে। আটক ছিনতাইকারী‌দের কাছ থে‌কে নগদ টাকা, বাটন মোবাইল সেট ও মা‌নিব‌্যাগ উদ্ধার ক‌রে‌ পু‌লিশ।

লঞ্চ ঘা‌টের পল্টু‌নে যাত্রী ওঠা নামার সময় শ‌নিবার ভো‌রে কি‌শোর ৬ ছিনতাইকারী‌কে যাত্রী‌দের প‌কেটকাটার সময় হা‌তে না‌তে ধ‌রে পু‌লিশ।

আটক ৬ ছিনতাকিারীরা হ‌লেন- চুনকুটিয়া আমিনপাড়া(ছানি মিয়ার বাড়ী) এলাকার সাকিবুল হাসান প্রকাশ টোকাই (১৫), শরীয়তপুর জেলার চুনকুটিয়ার আমিনপাড়া (মুরাদ মেম্বারের বাড়ী), রিফাত আহম্মদ প্রকাশ বাটুল (১৬), একই এলাকার মোঃ রাব্বি প্রকাশ বলদ (১৬), গোপালগঞ্জ জেলার টেংরাখোলা এলাকার মোঃ সিয়াম প্রকাশ অটো সিয়াম (১৫) সাকিব আহমেদ চিকু সাকিব (১৬), ও ঢাকা জেলার দক্ষিন কেরনীগঞ্জ থানার মোঃ সজিব পিপড়া (১৫)।

আট‌কের বিষ‌য়ে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান বলেন, আটক ৬ জনের বিরুদ্ধে চুরি আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। লঞ্চঘাটে যাত্রীদের সুরক্ষায় নৌ পুলিশের এধরণের অ‌ভিযান অব‌্যাহত থাকবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম