চাঁদপুর লঞ্চঘাট থেকে ৬ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক

চাঁদপুর : চাঁদপুর লঞ্চঘাট দিয়ে অভিনব কায়দায় বেঁতের ঝুড়ি কেটে বরিশালে ৬ কেজি গাঁজা পাচারকালে জাহিদ হাসান (২২) কে আটক করেছে নৌ থানা পুলিশ।
রোববার রাত সাড়ে ৮ টায় চাঁদপুর লঞ্চ টার্মিনালে থেকে তাকে আটক করা হয়।
আটক জাহিদ হাসান কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কামাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে এসআই মোঃ আশরাফুলসহ সংঙ্গীয় সদস্যরা চাঁদপুর লঞ্চ টার্মিনালে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিনব কায়দায় বেঁতের ঝুড়ি কেটে বরিশালে ৬ কেজি গাঁজা পাচারকালে জাহিদ হাসান কে আটক করে থানায় নিয়ে আসে।
চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান জানায়, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম