চাঁদপুর : চাঁদপুর লঞ্চঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ মোঃ বাদশা (৩০) নামের যুবককে আটক করেছে নৌ থানা পুলিশ।
সোমবার (২২ মে) দুপুরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। মোঃ বাদশা গাজীপুর জেলার শ্রীপুর থানার মোঃ মোরশেদ এর ছেলে।
জানাগেছ, চাঁদপুর নৌ থানা পুলিশের এসআই (নিঃ) সুমন দে সংগীয় ফোর্সসহ চাঁদপুর লঞ্চঘাটে অভিযান পরিচালনা করেন। অভিযানে মোঃ বাদশা নামের এক যুবকের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান জানায়, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
ফম/এমএমএ/