চাঁদপুর: চাঁদপুর মাদ্রাসা রোড বিকল্প লঞ্চঘাট থেকে ৭ কেজি গাঁজাসহ শাহানা বেগম (৬০) নামে মাদককারবারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ মার্চ) বেলা ২টার দিকে লঞ্চঘাট থেকে তাকে আটক করেন নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল।
আটক শাহানা বেগম ঢাকা জেলার কেরানীগঞ্জ কামরাঙ্গীরচর এলাকার মৃত রাজ্জাকের স্ত্রী।
পুলিশ জানায়, চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৭ কেজি গাজাসহ ঢাকা যাওয়ার পথে শাহানা বেগম নামের এক মহিলা মাদক কারবারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফম/এমএমএ/