চাঁদপুর : চাঁদপুর লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদপুর নৌ থানা পুলিশের একটি টিম ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে। অভিযানে মাদক পরিবহনের অভিযোগে দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে নৌ পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের দেইচর গ্রামের মৃত ফজর আলী দেয়ানের ছেলে শহিদুল দেওয়ান (৪০) এবং খুলনার খানজাহান আলী থানার মুক্তার হোসেন সড়কের মো. আনোর হোসেন মোল্লার ছেলে
মো. মিজানুর রহমান শিমুল (৩৬)।
চাঁদপুর নৌ থানা পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৫টায় চাঁদপুর লঞ্চঘাটে নৌ থানার পুলিশ সদস্যরা নিয়মিত ডিউটিরত অবস্থায় সন্দেহজনকভাবে দুইজন লঞ্চযাত্রীকে দুইটি শপিং ব্যাগসহ লঞ্চে প্রবেশ করতে দেখে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তাদের ব্যাগ তল্লাশি করে স্কচটেপ মোড়ানো ৪টি প্যাকেট উদ্ধার করা হয়, যার প্রতিটিতে ২ কেজি করে মোট ৮ কেজি গাঁজা পাওয়া যায়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নদীপথে মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/