চাঁদপুর: চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির কমিটি পুনর্গঠন করা হয়।
সোমবার (২৩ মার্চ )সমিতির কার্যালয়ে পূনরগঠিত কমিটির নাম ঘোষণা করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক এডভোকেট শামসুল হক পাটওয়ারী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।
নবগঠিত কমিটির সভাপতি হচ্ছেন মোঃ মহসীন মিয়া,সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা।
অন্যান্য সদস্যরা হচ্ছেন সিনিয়র সহ সভাপতি মোঃ মজিবুর রহমান আখন্দ, সহ সভাপতি মিজানুর রহমান খান, সহ সাধারণ সম্পাদক সোহেল হোসেন মৃধা,সহ সাধারণ সম্পাদক আল আমিন খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইকবাল হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ,কোষাদক্ষ্য মোঃ আমিনুল ইসলাম,সহ কোষাদক্ষ্য আনোয়ার হোসেন দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম,সহ দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, ক্রীড়া ও সমাজ কল্যান সম্পাদক মোঃ আলী হোসেন, প্রচার সম্পাদক মোঃ মজিবুর রহমান শেখ,সম্মানিত সাধারণ সদস্য মোঃ ইসহাক মিজি,মোঃ দেলোয়ার হোসেন এবং মোঃ আবদুল আউয়াল শরিফ।
উল্লেখ্য, চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির কমিটি পুনর্গঠন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। ২০২৪ সালের ৫ আগষ্টের পর দেশের পট পরিবর্তনে কার্যকরী কমিটির কয়েকটি পথ শূন্য দেখা দেয়। ৩ বছরের এ কমিটির মেয়াদ শেষ হবে ২০২৬ সালে।
ফম/এমএমএ/