চাঁদপুর: চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ প্রজনন রক্ষায় ২২ দিনের অভিযানের পূর্বে জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রচারণার জন্য লিফলেট বিতরণ করা হয়। এসব লিফলেট এখনও বিতরণ করা হচ্ছে। লিফলেটের একদম নীচে লেখা আছে, প্রচারে: মৎস্য অধিদপ্তর, চাঁদপুর। উপরে লেখা আছে লাল জলছাপায় “ আপনি জানেক কি?” এই তিন শব্দের মধ্য খানের শব্দটি হবে ‘জানেন’। জানেন এর স্থলে লিখা হয়েছে ‘জানেক’। কয়েক হাজার ছাপানো এই লিফলেট মৎস্য বিভাগের কোন কর্মকর্তার চোখে কি পড়েনি! গলদ এই লিফলেট বিতরণ করেছেন জেলা পর্যায়ের অনেক কর্মকর্তাই। লিফলেটের প্রথম লাইন ভুল এবং দ্বিতীয় দুই লাইনের দুই বাক্যের মধ্যেও নেই কোন মিল।
বড় ধরণের এই শব্দ ভুল এর বিষয়ে চাঁদপুর মৎস্য বিভাগের একাধিক কর্মকর্তার সাথে কথা হলে তারা বলেন, প্রিন্টে ভুল হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে-এটি ছাপানোর পূর্বে দেখার দায়িত্ব ছিলো কার! জেলা মৎস্য কর্মকর্তা থেকে শুরু করে যাদের দায়িত্বে এই লিফলেট ছাপানো হলো তাদের কি এই বিষয়ে কোন ভূমিকা ছিলো না। নাকি ছাপাখানার মালিকই সব দায়িত্ব নিয়েছেন।
সরকারের গুরুত্বপূর্ণ একটি সংস্থার কাজের মান আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মনে করছেন লিফলেট হাতে পাওয়ায় একাধিক বিভিন্ন পেশা শ্রেণীর ব্যাক্তিবর্গ।
ফম/এমএমএ/