চাঁদপুর মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে শিবিরের মানববন্ধন

চাঁদপুর : চাঁদপুর মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখা।

শনিবার (২২ মার্চ) বেলা ১১ টায় প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় ছাত্র শিবিরের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি মো. মহররম আলী, সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাবেক শহর সেক্রেটারি আব্দুল হাই লাবলুসহ শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিবিরের নেতাকর্মীরা স্থায়ী ক্যাম্পাসের দাবি তুলে ধরে বলেন, কয়েকটি জেলার মানুষ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। এই হাসলপাতালে মাত্র ২৫০ শয্যা, কিন্তু প্রতিদিন প্রায় ৪ শতাধিক রোগী চিকিৎসা নেয়। একদিকে যেমন রোগীর চাপ নিয়মিত বাড়ছে। অন্যদিকে ডাক্তারদের সংকটে চাঁদপুরের স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। কিন্তু চাঁদপুর মেডিকেল কলেজের কার্যক্রম চলমান থাকায় বেশ কিছু বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা মিলছে। সে ক্ষেত্রে চাঁদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলে এই সংকট কেটে যাবে।

বক্তারা আরও বলেন, ইতোমধ্যে স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম সমাপ্ত হওয়ার পথে। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কুচক্রি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে মেডিকেল কলেজ বন্ধ করার জন্য অপপ্রচার করে আসছে। আমরা এই ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে অচিরেই চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কার্যক্রম শুরুর দাবি জানাচ্ছি।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম