
চাঁদপুর : চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২১৪ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স।
রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এই তথ্য জানান সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
তিনি বলেন, চাঁদপুর জেলা ও উপজেলা টাস্কফোর্স ইলিশ প্রজনন রক্ষার ২২ দিনের অভিযানে মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর ও হাইমচর উপজেলায় ৬৬৫টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে আটক করা হয় ২১৪ জেলেকে। এসব জেলেদেরকে ৮৫ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদন্ড এবং ২ লাখ ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ঘটনায় মামলা হয় ২৫৮টি।
এছাড়াও জব্দ করা হয় ২০ লাখ ৬৯হাজার মিটার কারেন্টজাল, ৩.১৯১ মেট্টিক টন ইলিশ এবং ৩৭টি মাছ ধরার নৌকা। পরিদর্শন করা হয় ২০টি মৎস্য অবতরণ কেন্দ্র, ৩৭০টি মাছঘাট ও ২হাজার ৬০টি আড়ত ও ৬০৬টি বাজার।
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন, নৌ পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান এর নেতৃত্বে এসব অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
ফম/এমএমএ/