
চাঁদপুর: মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা কেটে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে উদ্বোধন হয়েছে ক্রিয়েটিভ কম্পিউটার ট্রেনিং সেটার।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে মহামায়া পূর্ব বাজার গুড় পট্টির দ্বিতীয় তলায় আধুনিক এ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়।
আল জামিয়াতুল ইসলামিয়া শামছুল উলূম মহামায়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আঃ ছাত্তার এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নেছার আহমেদ, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ সাইফুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির এই যুগে যে যত বেশি দক্ষ হবে, সে তত বেশি সফল হতে পারবে। যারা চাকরি করে, তাদের চেয়ে বেশি ইনকাম করা সম্ভব যদি প্রযুক্তি বিদ্যা জানা থাকে। এইজন্য তরুণ প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে। যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা থাকে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটারে দক্ষতা ও অভিজ্ঞতা আবশ্যক। কম্পিউটার জানা থাকলে সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি পাওয়া সহজ হয়। তাই এই প্রতিষ্ঠান মালিককে অনুরোধ করবো, সকল প্রশিক্ষনার্থীদেরকে সুন্দর ও ভালোভাবে শিখিয়ে তাদেরকে দক্ষ করে তোলতে হবে।
মহামায়া আয়েশা সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসার পরিচালক এইচ এম সাখাওয়াত হোসেন পাটওয়ারীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন করবন্দ দাখিল মাদরাসার সুপার মাওলানা তাজুল ইসলাম, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী কামাল হোসেন মিয়াজি, যুবদল নেতা ওয়াশিম হাজী, ফয়সাল হাজী, আলমগীর গাজী, অলিউল্লাহ গাজী, সুজন মাহমুদ, মহামায়া বাজার ব্যবসায়ী হাজী বরকত উল্লাহ, নুরুল ইসলাম গাজী, দেলোয়ার হোসেন দুলু, হাসান গাজী, সমাজসেবক মাজহারুল ইসলাম সহ মহামায়া বাজারের অন্যান্য ব্যবসায়ীবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
বাজার ব্যবসায়ী মোখলেসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রিয়েটিভ কম্পিউটার ট্রেনিং সেন্টার ও ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এন্ড আইটি সল্যুশন এর সত্ত্বাধিকারী মোঃ আব্দুল কাদির। এর আগে প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে এদিন সকালে পবিত্র কোরআন খতম করা হয়।
ফম/এমএমএ/