চাঁদপুর মধ্য তরপুরচন্ডিতে প্রতিপক্ষের হামলায় আহত ১০
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা মধ্য-তরপুরচণ্ডি এলাকায় সম্পাত্তি দখলে বাঁধা দেয়ায় একই পরিবারের নারী-পুরুষসহ ১০জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ।
মঙ্গলবার (২১মার্চ )সকাল ১০টায় ওই এলাকার আবু তাহের গাজীর পরিবারের উপর এই ঘটনা ঘটে।
আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন, আবু তাহের গাজী (৫৯), রৌশন আরা বেগম (৫০), রাকিব গাজী (২১), নিলুফা (৩১), রাসেল (৩০), কাশেম গাজী (৬৫), আয়েশা (২৫)।
এ ঘটনায় ভুক্তভোগী আবু তাহের গাজী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, আমাদের প্রতিবেশী মৃত মহর আলী গাজীর পুত্র হাছান গাজী (২৮), নাছির গাজী (৪০), মিজান গাজী (৪৫) এবং মৃত ওয়াহেদ আলী গাজীর পুত্র ইসমাইল গাজী দীর্ঘদিন যাবৎ আমাদের সম্পত্তি দখলের পায়তারা করে আসছে। তারা আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে এবং একাধিকবার আমাদের উপর হামলা করেছে। উক্ত জমির বিষয়ে সুবিচার চেয়ে আমি আদালতে একটি মামলা দায়ের করেছি, যা আদালতে বিচারাধীন।
তিনি আরো জানান, মামলাটি চুড়ান্ত রায় না হওয়ার কারণে বুধবার সকালে উল্লেখিতরা বহিরাগত সন্ত্রাসী নিয়ে আমাদের সম্পত্তি দখলের চেষ্টা করে। এতে আমরা বাধা দিলে সন্ত্রাসীরা আমার ও আমার পরিবারের উপর হামলা চালায়। আমাদের ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাহিনা বেগমের উপস্থিতিতেই সন্ত্রাসীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। অথচ তিনি বিষয়টি মিমাংসা করে দিবেন বলেছিলেন। আবু তাহের গাজী এই ঘটনার সুবিচার দাবী করেন।
আহত আবু তাহের গাজীর স্ত্রী রাজিয়া বেগম বলেন, আমার স্বামী হার্টের রুগী। কিছুদিন আগেও অভিযুক্তরা সন্ত্রাসী ভাড়া করে আমার স্বামীকে পিটিয়ে আহত করেছিলো। তখন চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে তাকে ঢাকা রেফার করা হয়। গত একদিন আগে তিনি চিকিৎসা নিয়ে ঢাকা থেকে চাঁদপুরে ফিরেছেন। সন্ত্রাসীরা আমার অসুস্থ্য বৃদ্ধ স্বামীকে বার বার আঘাত করছে। আমি প্রশাসনের কাছে এই হামলা এবং সন্ত্রাসীদের বিচার চাই।
তাৎক্ষনিক এই বিষয়ে বক্তব্যের জন্য অভিযুক্তদের পাওয়া যায়নি। যে কারণে তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
ফম/এমএমএ/
স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম
সোশ্যাল মিডিয়ার বন্ধুরা শেয়ার করুন