চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার রমজানকে বিদায় সংর্বধনা

চাঁদপুর: চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ রমজান আলীকে বিদায় সংর্বধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ এর কার্যালয় এই সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায়ী কর্মকর্তা রমজান আলীকে ক্রেস্ট প্রদান করেন চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রশিদ।

এসময় সাথে ছিলেন ওসি ইন্টেলিজেন্স এনামুল হক চৌধুরী ও এসআই সুমন চন্দ্র নাথ। বিদায় পুলিশ কর্মকর্তা অরমজান আলী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, বেশ কিছুদিন চাঁদপুর মডেল থানায় সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন কালে সকলের সহযোগিতা পেয়েছি সততা ও নিষ্ঠার সহিত কাজ করার চেষ্টা করেছি। আগামীতেও নিজের কর্মস্থলে দায়িত্ব পালনকালে সততার শহীদ কাজ করে যাব। কাজ করার ক্ষেত্রে সামান্য কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো শুধরে নিয়ে সকলের সহযোগিতা কামনা করছি।

চাঁদপুর মডেল থানার বিদায়ী সেকেন্ড অফিসার মোঃ রমজান আলী মতলব উত্তর থানায় যোগদান করবেন।

এদিকে চাঁদপুর মডেল থানায় একই দিনে এসআই সাধন চন্দ্রনাথ, এএসআই সেলিমসহ ৩ জনকে বিদায় সংর্বধনা দেওয়া হয়।

সততা ও নিষ্ঠার সহিত কাজ করে নিজেকে বিলিয়ে দেওয়ার কারণে অবশেষে অফিসার্স ইনচার্জ আব্দুর রশিদ বিদায়ী তিন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম