চাঁদপুর মঠখোলায় চাঁদাবাজ চক্রের খপ্পরে ব্যবসায়ী, আতঙ্কে পরিবার

ভুক্তভোগী ফজলুল হক পাটওয়ারী। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ড মঠখোলা খলিশাঢুলী এলাকায় সংঘব্ধ চাঁদাবাস চক্রের খপ্পরে পড়েছেন স্থানীয় বাসিন্দা ফজলুল হক পাটওয়ারী নামের ব্যবসায়ী। ওই চক্রটি ইতোমধ্যে ব্যাংকে ও নগদে প্রায় সাড়ে ৬লাখ টাকা নিয়েছে। ব্যবসায়ীকে জিম্মি করে আরো ৫ লাখ টাকা দাবী করে আসছে। এমন পরিস্থিতিতে ওই ব্যবসায়ী তার পরিবার খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

খোঁজ নিয়ে জানাগেছে, ভুক্তভোগী সদরের পৌর এলাকার ১৩ নাম্বার ওয়ার্ড মঠখোলা খলিশাডুলি এলাকার মরহুম সিরাজুল ইসলামের পাটওয়ারীর ছেলে ব্যবসায়ী ফজলুল হক পাটোয়ারী (৪৪)। তিনি রাজধানীর ইসলামপুরে কাপড়ের ব্যবসা করেন। বাড়িতে ৪ কন্যা সন্তান এবং স্ত্রী বসবাস করেন। এই ব্যবসায়ীর পিতা কিছুদিন পূর্বে মারাগেছেন এবং তার কোন ভাই ও ছেলে নেই।

ব্যবসায়ী ফজলুল হক পাটওয়ারী বলেন, গত প্রায় ৫ মাস আগে তিনি খলিশাঢুলী নিজ বসত বাড়ির সীমানা প্রাচীর দেয়াল দেয়ার জন্য মাটি ভরাটের কাজ শুরু করি। তখনই স্থানীয় চাঁদাবাজরা কাজে বাধা দেয় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই সময় স্থানীয় মঠখোলা শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তফার হস্তক্ষেপ ও অনুরোধে ৩ লাখ টাকা একজন চাঁদাবাজকে চেকের মাধ্যমে দেয়া হয়। কৌশল করে প্রমাণ রাখার জন্য চেক দেয়া হয়। ওই চাঁদাবাজের চাচাতো ভাইকে ৬০ হাজার টাকা দেয়া হয় ইমাম এর মাধ্যমে।

তিনি আরো বলেন, ওই চাঁদাবাজদের তিনি ব্যাংকের মাধ্যমে যে টাকা দিয়েছেন তার সকল প্রমাণপত্র তিনি রেখেছেন। প্রয়োজনে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সকল প্রমাণপত্র উপস্থাপন করবেন। কিন্তু এই মুহুর্তে তিনি পরিবারের নিরাপত্তার কারণে সংঘবদ্ধ চক্রের নাম প্রকাশে অনিচ্ছুক।

জানাগেছে, ওই সময় ওই ইমাম চাঁদাবাজদের অনুরোধ করে বলে ফজলুল হককে যেন আর হয়রানি করা না হয়। গত বছর ৫ আগস্টের পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গা ছাড়া ভাবের কারণে বিষয়টি ব্যবসায়ী ফজলুল হক এবং ইমাম মাওলানা মোস্তফা গোপন রাখে।

ভুক্তভোগী ফজলুল হক পাটওয়ারী বলেন, সংঘবদ্ধ চাঁদাবজ চক্রের কারণে তিনি বাড়ির সীমানা প্রাচীর কাজ করা নিয়ে শঙ্কায় আছেন। কারণ ওই চক্রটি তার কাছে আরো টাকা দাবী করছেন। এমন পরিস্থিতি তিনি বর্তমান সরকারের নির্দেশনায় এই ধরণের চাঁদাবাজদের হাত থেকে রক্ষায় আইনী সহায়তা কামনা করছেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম