চাঁদপুর: বিশ্ব বিবেকানন্দ যুব দিবস-২০২৩ উপলক্ষে চাঁদপুর বিবেকানন্দ যুব সংঘের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রায় ৯০ জন শিল্পী ৬টি গ্রুপে নিত্য,সঙ্গীত,চিত্রাংকন ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিবেকানন্দ যুব সংঘের সভাপতি জয়রাম রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পলাশ মজুমদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর বিবেকানন্দ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট বিনয় ভূষণ মজুমদার।
সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা উদ্ধোধন করেন,এডভোকেট রনজিৎ রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথ, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তপন সরকার, চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদ,স্বপন কুমার সাহা শিক্ষা প্রকৌশল চাঁদপুর, বিশিষ্ট চিকিৎসক ডাঃ পরেশ চন্দ্র পাল এটিও কচুয়া, সুভাষ চন্দ্র সরকার। এছাড়া বক্তব্য রাখেন,ফারুক হোসেন ভূঁইয়া প্রমুখ।
সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রনজিৎ সাহা মুন্না।
বিচারকের দায়িত্ব পালন করেন,সোমা দত্ত, রাশেদুল রাব্বি ও আরিফুল ইসলাম।
ফম/এমএমএ/