চাঁদপুর : ‘চাঁদপুর নিউজ’ নামে অনলাইন নিউজ পোর্টাল এর ফেসবুক পেজ নকল করে এবং নতুন পেজ তৈরী করে চাঁদপুর বিচার বিভাগের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রোববার (১৯ মে) বিকেলে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. শাহআলম গাজী থানায় জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, আজ রোববার সামাজিক যোগাযোগ (ফেসুবক) মাধ্যমে পরিলক্ষিত হয় চাঁদপুর জেলার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এর ফেসবুকের ম্যাসেঞ্জার ক্লোন করে তাঁর বিরুদ্ধে সদ্য সৃজিত ‘চাঁদপুর নিউজ’ নামে অনলাইন পেজ এর মাধ্যমে অসত্য, কুরুচিপূর্ণ ও মানহানিকর মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। অনলাইন গণমাধ্যম ‘চাঁদপুর নিউজ’ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা এই পেজ তাদের নয় মর্মে জানায়। যা ভুয়া ও অসৎ উদ্দেশ্যে সৃজনকৃত উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগ এর ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রচেষ্টায় লিপ্ত ব্যাক্তিদের কারসাজি মর্মে প্রতীয়মান হয়।
এমতাবস্থায় ফেসবুকের মাধ্যমে প্রচারকৃত ‘চাঁদপুর নিউজ’ পেজটি বন্ধসহ মিথ্যা সংবাদটি অনলাইন থেকে সরানো এবং উক্ত অপরাধজনক কার্যকলাপে জড়িত সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানান চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. শাহআলম গাজী।
এদিকে এই বিষয়ে অনলাইন গনমাধ্যম ‘চাঁদপুর নিউজ’ এর প্রকাশক জিহাদুল ইসলাম শরীফ এর সাথে যোগাযোগ করে হলে তিনি বলেন, এই পেজটি আমাদের নয়। আমাদের সম্মানহানি ও বিতর্কিত করার জন্য কোন ব্যাক্তি মিথ্যা সংবাদটি আমাদের পেজে ট্যাগ করেছে। এ ধরণের ঘটনা সম্পর্কে কোন কিছুই আমরা অবগত নই।
ফম/এমএমএ/চৌইই/