
চাঁদপুর: হবিগঞ্জের ২৫০শয্যা জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনােলজিষ্ট (ল্যাব) মাে. সাইফুল ইসলামকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মেডিকেল টেকনােলজিষ্ট এসােসিয়েশন (বিএমটিএ) চাঁদপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে শহরের শপথ চত্তরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ মেডিকেল টেকনােলজিষ্ট এসােসিয়েশন (বিএমটিএ) চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শামীম পাটওয়ারী।
তিনি তার বক্তব্যে বলেন, অভিলম্বে হবিগঞ্জের ২৫০শয্যা জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনােলজিষ্ট (ল্যাব) মাে. সাইফুল ইসলামের হত্যাকারীদের বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তির ব্যবস্থা করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনের মধ্যমে সারাদেশে সনকারী-বেসকারি হাসপাতালের মেডিকেল টেকনােলজিষ্টরা কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আন্দোলনে যেতে বাধ্য হবো। মেডিকেল টেকনােলজিষ্টরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীরা স্যাম্পল সংগ্রহ সহ রোগ নির্নয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে মানব সেবায় নিয়োজিত থাকেন। এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না।
বাংলাদেশ মেডিকেল টেকনােলজিষ্ট এসােসিয়েশন (বিএমটিএ) চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. মালেক মিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. গোফরান হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. গিয়াস কবির, কারিগরি বোর্ডের মেডিকেল টেকনােলজিষ্ট মো. নাজমুল ইসলাম, আ. রহমান বাবু, বাংলাদেশ মেডিকেল টেকনােলজিষ্ট এসােসিয়েশন (বিএমটিএ) চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহমেদ, সহ-সভাপতি গোলাম ফারুক তপাদার, দপ্তর সম্পাদক রতন দাস, উপদেষ্টা সদস্য মো. শাখাওয়াত হোসেন, খান মো. রিয়াজ, সদস্য আমজাদ হোসেন, মানিক চন্দ্র মজুমদার প্রমুখ।
এছাড়া মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাত্বতা পোষণ করেন বঙ্গবন্ধু মেডিকেল টেকনােলজিষ্ট পরিষদ চাঁদপুর জেলা শাখা, সম্মিলিত মেডিকেল টেকনােলজিষ্ট চাঁদপুর জেলা শাখা, বাংলাদেশ আওয়ামী মেডিকেল টেকনােলজিষ্ট চাঁদপুর জেলা শাখাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত সভায় বক্তব্য রাখেন।
উল্লখ্য, হবিগঞ্জের ২৫০শয্যা জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনােলজিষ্ট (ল্যাব) মাে. সাইফুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনের সময় গত ২৮ ডিসেম্বর কিছু দুস্কৃতিকারীদের সাথে বাকবিতণ্ডা হয়। পরে দুপুরে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় ঐ দুস্কৃতিকারীদের হামলায় সে নিহত হয়।
ফম/এমএমএ/