চাঁদপুর বাসস্ট্যান্ড জামিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ী প্রধান

চাঁদপুর বাসস্ট্যান্ড জামিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ ও দাওয়ারে হাদিস ছাত্রদের পাগড়ী প্রধান  শেষে ক্রেস্ট হাতে ছাত্ররা ও মসজিদ কমিটির সদস্যরা। 

চাঁদপুর:  চাঁদপুর বাসস্ট্যান্ড জামিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ ও দাওয়ারে হাদিস ছাত্রদের পাগড়ী প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (৩১ জানুয়ারি) বাদ জুম্মা  গৌর গরিবা জামে মসজিদে ২৪ জন ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান করা হয়। এ সময় তাদেরকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

হেফজ ও কিতাব বিভাগের ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান করেন মুফতি ইব্রাহিম।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সদস্য অ্যাড. সেলিম আকবর,  আলহাজ্ব সিরাজুল ইসলাম, কাজী হুমায়ুন কবির। মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রশিদ, মাওলানা মোঃ ইবরাহিম, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা খোরশেদ সহ অভিভাবক ও মুসল্লিরা।

উল্লেখ্য , এবছর এই মাদ্রাসা থেকে ৮ জন মাওলানা ও ১৬ জন হেফজ বিভাগে পাগড়ী পেলেন।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম