চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সুস্থ্যতা কামনায় দোয়া

চাঁদপুর: চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল ইমরান শোভনের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছে চাঁদপুর প্রেসক্লাব।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বাদ জুমা কাজী নজরুল ইসলাম সড়কের কালেক্টরেট জামে মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মাও. মোশাররফ হোসেন।

দোয়া ও মিলাদ পূর্বে সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।

এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, রিয়াদ ফেরদৌসসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিক ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম