চাঁদপুর প্রেসক্লাবের শোক

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চাঁদপুর কণ্ঠ ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর বাবা ফরিদগঞ্জের প্রখ্যাত চিকিৎসক ডা. নারাযন চক্রবর্তী পরলোক গমন করেছেন।
তার মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমনসহ চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন।
ফরিদগঞ্জে প্রখ্যাত হোমিও চিকিৎসক ডা. নারায়ন চক্রবর্তীর বয়স হয়েছিল ৮৫ বছর। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলা সদরস্থ কাছিয়াড়া গ্রামের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী ও ৩ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম