চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক মিলাদ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

চাঁদপুর: চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের মরহুম সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক মিলাদ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। একই স্থানে গত ১ মার্চ প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমাদান উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দুটি গ্রুপে অংশগ্রহণকারী বিজয়ী ১০জন হাফেজের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

এছাড়া প্রেসক্লাবের মরহুম সদস্যদের রুহের মাগফিরাত কামান, সকল মুসলিম উম্মা, দেশের উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের পীর আলহাজ¦ হযরত মাওলানা খাজা ওয়ালি উল্যাহ।

দোয়া ও ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন, চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শামছুন্নাহার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আবদুল হান্নান, চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর আর্মি ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল মোয়াজ্জেম হোসেন পিএসসি, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল মান্নান, চাঁদপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী আহসান কবির।

সরকারি কর্মকর্তাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল হক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকতসহ সরকারি বিভিন্ন দপ্তর প্রধান ও প্রতিনিধিগণ।

রাজনৈতিক দলের নেতাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, গণ ফোরামের জেলা সভাপতি অ্যাড. সেলিম আকবর, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সাবেক সভাপতি জয়নাল আবেদীন, বর্তমান সভাপতি হাফেজ মাওলানা মো. মাসুদুর রহমান, জেলা যুবদল সভাপতি মানিকুর রহমান মনিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাড. মো. শাহজাহান খানসহ রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

দোয়া ও ইফতার মাহফিল এবং হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ প্রেসক্লাবের সাবেক ও বতর্মান নেতা, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে ইফতার মাহফিল অনুষ্ঠান পূর্বে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিরতণ পর্ব পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ ও হিফজলু কুরআন প্রতিযোগিতার আহবায়ক এবং প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন। পুরস্কার বিতরণ কার্যক্রম সহযোগিতায় ছিলেন প্রতিযোগিতার সদস্য সচিব ও প্রেসক্লাবের সদস্য মাওলান আহম্মদ উল্যাহ।

অনুর্ধ্ব-১৪ বয়সী বিজয়ী হাফেজরা হলেন-প্রথম হাফেজ ইসফাক এলাহাী, দ্বিতীয় হাফেজ মাহফুজুর রহমান, তৃতীয় হাফেজ মো. জিকরুল্লাহ, চতুর্থ হাফেজ সোহান ও হাফেজ মো. তামিম। অনুর্ধ্ব-৩০ বয়সী বিজয়ী হাফেজরা হলেন- প্রথম হাফেজ খালিদ সাইফুল্লাহ, দ্বিতীয় হাফেজ সিয়াম হোসেন, তৃতীয় হাফেজ সাজ্জাদ হোসেন, চতুর্থ হাফেজ মো. তামজিদ এবং পঞ্চম হাফেজ আবু বকর ছিদ্দিক।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম