চাঁদপুর: চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ রমজান) বাদ আসর সদর উপজেলা কেন্দ্রীয় সমবামিতির হল রুম দোয়া ও ইফতার সম্পন্ন হয়।
দোয়া ও ইফতার মাহফিলে বিশিষ্ট সমাজসেবক সাবেক ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মোঃ জাকারিয়া মহিউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন শহর জমায়েতে ইসলামীর আমির অ্যাডভোকেট ডভোকেট শাহাজাহান খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহজাহান খান বলেন, যদি কোনো রাষ্ট্র কোরআনের আইন অনুযায়ী পরিচালিত হয়, তবে তা সমাজে শান্তি, নিরাপত্তা এবং ন্যায় প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। তার মতে, কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থায় সামাজিক নীতি এবং নৈতিকতা প্রতিষ্ঠিত হবে, যার ফলে রাষ্ট্রে কোনো ধরণের সন্ত্রাস, লুটপাট এবং অন্যায় কার্যক্রম থাকবে না।
কোরআনের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হলে, সমাজে অবিচার, দুর্নীতি ও অপকর্মের শিকড় উপড়ে ফেলা সম্ভব হবে। ইসলামী আইন অনুযায়ী, সকল মানুষকে সমান অধিকার দেওয়া হয় এবং আইন সকলের জন্য সমানভাবে কার্যকর হয়, যার ফলে সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। ইসলামী শাসন ব্যবস্থা মানুষের মৌলিক অধিকার রক্ষায় সহায়ক এবং এটি মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে সহায়ক হবে।
তিনি আরো বলেন, রমজান মাস হলো আত্মশুদ্ধি, ইবাদত ও আল্লাহর নৈকট্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাস। এটি আমাদের নিজেদের ভুল সংশোধন করার, এবং ভাল কাজের দিকে মনোনিবেশ করার সুযোগ দেয়।
যদি আমরা রমজান মাসে নিজেদের চরিত্র, আচরণ, এবং মনোভাব পরিবর্তন করতে না পারি , তবে এর আধ্যাত্মিক উপকারিতা আমাদের জীবনে প্রতিফলিত হতে পারে না।
অনেকেই রমজান মাসে কেবল শারীরিকভাবে রোজা রাখেন, কিন্তু তার আধ্যাত্মিক পরিবর্তন, চরিত্রের উন্নতি বা অন্যদের প্রতি সহানুভূতি তৈরি করতে ব্যর্থ হন। রমজান আমাদেরকে শেখায় যে, শুধু ইবাদত নয়, বরং আমাদের প্রতিদিনের জীবন, সম্পর্ক এবং কর্মকাণ্ডেও পরিবর্তন আনতে হবে।
সুতরাং, যদি রমজান মাসে আমরা নিজেদের পরিবর্তন না করতে পারি, তবে এর বরকত পুরোপুরি লাভ করা কঠিন হতে পারে। তবে এটি একটি সুযোগ, এবং আমাদের উচিত এই মাসটিকে নিজের আত্মিক উন্নতি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা।
এসময় ১৩ নং ওয়ার্ড সেক্রেটারি হাফেজ জাকির হোসাইন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াত এর সহকারী সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম সবুজ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিলের উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ ওমর ফারুক সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন ঢালি, জামায়াত নেতা ওমর ফারুক, হারুন অর রশিদ, রুবেল মিজি, মোঃ গোলাম আজম, মাওলানা ফরিদ উদ্দিন সহ সংগঠনের ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
দোয়া ও ইফতার মাহফিলে বাংলাদেশ সহ মুসলিম উম্মার শান্তি কামনা বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
ফম/এমএমএ/