চাঁদপুর পৌর ১১নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল

চাঁদপুর: চাঁদপুর পৌর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন-২০২৫ এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ মার্চ) বিকালে শহরের মধ্য ইচলী সপ্রাবি মাঠে এ সম্মেলন এর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী।

তিনি বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এদলের নেতাকর্মীদেরকে দলীয় নিয়ম মেনে সুশৃঙ্খলা বজায় রেখে চলতে হবে। আপনারা আমাদের নেতা তারেক রহমানকে অনুসরণ করুন। তার কথাগুলো সবার মাঝে তুলে ধরুন। আমাদের নেতা জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের কথা গুলো সবার মাঝে তুলে ধরতে হবে। খুব শিগগিরই ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সুন্দর একটি কমিটি ঘোষণা করা হবে বলে আমি মনে করি। দল যাকে যে ভাবে দায়িত্ব দেয়, সেভাবে কাজ করবেন। একই সাথে সবাই আগামী সংসদ নির্বাচনোর জন্য কাজ করুন।

ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির আহমেদ ভুইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শহর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, সদস্য সচিব অ্যাড. হারুনুর রশিদ, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান, পৌর বিএনপির সম্মানিত সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, শহীদ ঢালী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভুইয়া, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন পাটওয়ারী, চাঁদপুর পৌর যুবদলের সদস্য সচিব আ. রাজ্জাক হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ আখন্দ, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি নয়ন মাহমুদ ভুইয়া, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, ওয়ার্ড বিএনপির প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম বেপারী, ১১ নম্বর ওয়ার্ড সাবেক সভাপতি লিটন ঢালী ও ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ইকবাল খলিফা প্রমূখ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম