
চাঁদপুর: চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫এপ্রিল) বিকেলে কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভায় বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন।
তিনি তার বক্তব্যে বলেন, আজকের এই কর্মী সম্মেলনে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ছাত্রদল আজকের এই সম্মেলনের মাধ্যমে আমাদের দলের শক্তি এবং ঐক্যের এক নতুন দিশা দেখতে পাবে। ছাত্রদল দেশের গণতন্ত্র, অধিকার এবং সমাজের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, আজকের সম্মেলন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের সংকল্প এবং প্রতিজ্ঞার জায়গা। যেখানে আমরা সবাই মিলে একত্রিত হয়ে নতুন উদ্যোমে, নতুন শক্তিতে কাজ শুরু করার অঙ্গীকার করি। আমাদের দল কখনোই ন্যায়ের পথে হীনতাকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দিবে না। আজকের এই সম্মেলন থেকে আমরা একটি নতুন কর্মপদ্ধতি, নতুন চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি পাবো, যা আমাদের দলের উন্নয়নে সহায়ক হবে।
চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল খাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অয়ন তালুকদার রোমিও এর পরিচালনায় সম্মেলন ও সদস্য ফরম বিতরণ প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি ইমান এইচ গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফয়েজ ঢালী।
ফম/এমএমএ/

