চাঁদপুর: চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবকদলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের নির্দেশে বাংলাদেশ স্বেচ্ছাসেবকদল চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মাসুদ মাঝি ও সদস্যসচিব শামছুল আরেফিনের স্বাক্ষরিত পত্রে পৌর স্বেচ্ছাসেবকদলের মোঃ সফিউদ্দিন বাবলুকে আহ্বায়ক ও মোঃ মনির হোসেন মুন্না কে সদস্যসচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
৩১ সদস্য বিশিষ্ট পৌর স্বেচ্ছাসেবকদলের কমিটির নেতারা হলেন : আহ্বায়ক মোঃ সফিউদ্দিন বাবলু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ কাউছার আহম্মেদ, যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন আহম্মেদ কাউছার, মোঃ নয়ন খান, শাহাদাৎ হোসেন রুবেল, রাজিব দাশ, জাহিদ হাসান (ইমরান), মোঃ হাবিবুর রহমান খান, মোঃ মানিক হোসেন বাবু, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রাশেদ মাঝি, মোঃ জাহিদ হোসেন জমাদার, মোঃ আবু জাফর খান, সদস্য সচিব মোঃ মনির হোসেন মুন্না, সদস্য মোঃ সফিক গাজি, আলী আহমেদ রাজা, সিতাবুর রহমান জিত, মোঃ জসিম উদ্দিন বাদল, নুর মোহাম্মদ, মোঃ শরিফুল ইসলাম (মিতা), রুবেল খান, আবুল কালাম, মোঃ মাসুদ, মোঃ শাকিল, মাসুদ গাজি, ইমরান মাঝি, মোঃ আজিম, মাসুদ মিজি, মোহাম্মদ ইমাম হোসেন ভুইয়া, তারেক খান, মোঃ রাজু।
অনুমোদন কপিতে বলা হয়, আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহবায়ক এর যৌথ স্বাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। আগামী ১৫ (পনের) দিনের মধ্যে অধিনস্ত সকল ওয়ার্ড কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হলো।
ফম/এমএমএ/