চাঁদপুর পৌর বিএনপির ৯ ওয়ার্ড কমিটি গঠন

চাঁদপুর: চাঁদপুর পৌর বিএনপির আওতাধীন ৯টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনের মাধ্যমে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কমিটিগুলো অনুমোদন দেন পৌর বিএনপির আহ্বায়ক মো. আক্তার হোসেন মাঝি ও সদস্য সচিব অ্যাড. হারুনুর রশীদ।

নবগঠিত কমিটিগুলো হলো- ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিছ বেপারী, সহ-সভাপতি মো. কামাল মজুমদার, সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো. সুমন বেপারী।

৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহম্মদ, সহ-সভাপতি মো. মজিবুর রহমান, সেন্টু গাজী, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী আশরাফ মিশন, আনোয়ার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক চুন্নু মিয়া খান।

৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মিয়াজী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ অভি, লিটন মোল্লা, সাধারণ সম্পাদক শাহাদাৎ হাওলাদার, যুগ্ম সম্পাদক ফয়সাল খলিফা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর জমাদার।

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন (মৃধা) মাঝি, সহ-সভাপতি হারুনুর রশীদ (জাকির বন্ধুকসী), সাধারণ সম্পাদক আবুল খায়ের ছৈয়াল, যুগ্ম সম্পাদক পারভেজ পাটওয়ারী জুয়েল, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম বেপারী।

১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব উল্যা পাটওয়ারী, সহ-সভাপতি সুমন মাস্তান, আবুল হাশেম, সাধারণ সম্পাদক সহীদ ঢালী, যুগ্ম সম্পাদক মো. ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক আ. হান্নান।

১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি আ. মান্নান খলিফা, হারুনুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহম্মেদ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক আ. হক, সাংগঠনিক সম্পাদক মো. খোকন বেপারী।

১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ. কাদের দেওয়ান মিন্টু, সহ-সভাপতি মাইনুদ্দীন ভূঁইয়া (মানিক), হিম্মত খান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক স্বপন মিজি, সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান খান।

১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ কে আজাদ, সহ-সভাপতি ডা. মো. শাজাহান (সাজু), সাধারণ সম্পাদক সফিকুর রহমান (ফিরোজ পাটওয়ারী), যুগ্ম সম্পাদক ফেরদৌস গাজী, সবুজ গাজী, সাংগঠনিক সম্পাদক রাজ্জাক বরকন্দজ।

১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল মাল, সহ-সভাপতি ডা. সফিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আ. হান্নান বেপারী।

পৌর বিএনপির আহ্বায়ক মো. আক্তার হোসেন মাঝি ও সদস্য সচিব অ্যাড. হারুনুর রশীদ নবগঠিত ৯টি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে চাঁদপুর পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম