
চাঁদপুর: চাঁদপুর পৌরসভার পৌর কর্মচারীদের কল্যাণে কাজ করার জন্য গঠিত চাঁদপুর পৌর কর্মচারী সংসদ নির্বাচন আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ।
সংগঠনটির গঠনতন্ত্র মোতাবেক সদস্যদের গোপন রায় বা মতামতের ভিত্তিতে প্রতি দু’বছর পর প্রতিনিধি নির্বাচন করা হয়। সেই মোতাবেক চাঁদপুর পৌর কর্মচারী সংসদের ২০২৩ইং নির্বাচনে সংগঠনের সকল সদস্যদের ও পরিচালনা কমিটির মতামতের ভিত্তিতে ৪ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।
এ নির্বাচনে নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করবেন, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, কাউন্সিলর হাবিব দর্জি ও মোঃ সোহেল রানা, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস।
এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিয়োজিত থাকবেন, চন্দন নাথ ঘোষ, এবংসদস্য ওমর ফারুক, মুসলিম বেপারী এবং শাহজাহান মাঝি।
গতকাল ২৩ অক্টোবর সোমবার মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিন ছিল। এতে ১৯ টি পদে মোট বিশ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এরা হলেনঃ সভাপতি পদে মোঃ মফিজ উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক আবদুল বাতেন মিয়াজী, সহসভাপতি মোঃ মনিরুজ্জামান (মানিক), যুগ্ম সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারজানা পারভীন (লাকী), কোষাধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক এমদাদ হোসেন মিলন, সাহিত্য ও সাংস্কৃতিক রফি রাছেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এনায়েত উল্যাহ বেপারী, ক্রীড়া সম্পাদক মোঃ মজিবুল হক খান সেলিম , দপ্তর সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক মোঃওমর ফারুক, তথ্যপ্রযুক্তি সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মহিলা সম্পাদিকা নুরুন্নাহার, সহ মহিলা সম্পাদিকা- মনিরুন নাহার (হীরা) এবং রোকেয়া আক্তার (দিশা) কার্যকরী সদস্য -, শাহাজাদী হ্যাপী, আঃ কাদের মিয়া, মোঃ শাহাদাৎ হোসেন, আঃ কাদির গাজী ও শরিফ হোসেন ভূইয়া।
জানা যায় আগামী ২৫ তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন,২৭ তারিখ যাচাই-বাছাই,আপত্তি গ্রহণ এবং নিষ্পত্তি। ২৮ তারিখ প্রত্যাহারের শেষ দিন এবং ৪ নভেম্বর চাঁদপুর পৌর কর্মচারী সংসদ প্লাজায় সকাল ৯ টা থেকে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ১৯ টি পদের জন্য মোট ২০ জনপ্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে শুধু মাত্র সহ-মহিলা সম্পাদিকা পদে মনিরুন নাহার (হীরা) ও রোকেয়া আক্তার (দিশা) একই পদে এ দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করেন ।
সোমবার চাঁদপুর পৌর কার্যালয়ে এই মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রধান নির্বাচন কমিশনার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, কমিশনার কাউন্সিলর হাবিব দর্জি ও মোঃ সোহেল রানা সহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সকল সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/