চাঁদপুর: আসন্ন দুর্গা পূজা উপলক্ষে চাঁদপুর পৌর এলাকার ৩৪টি পূজামণ্ডপে পৌরসভার অনুদান প্রদান করেছে।
রোববার (১৫ অক্টোবর) বিকেলে পৌরসভায় পৌর পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে ৩ লাখ ৪০ হাজার টাকার চেক তুলে দেন পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক লিটন সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, দপ্তর রাজু দে’সহ আরো অনেকে।
পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জয় জানান, চাঁদপুর পৌর এলাকার ৩৪টি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৪০ হাজার টার চেক প্রদান করে পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। পৌরসভার মেয়রের প্রতি পৌর পূজা উদযাপন পরিষদের পক্ষ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি/সাধারণ সম্পাদক ৩৪টি মন্ডপের কতৃপক্ষের কাছে প্রাপ্ত টাকা পৌছে দিবে বলে জানান।
ফম/এমএমএ/