চাঁদপুর পৌরসভার ১ ও ৩ নং ওয়ার্ডে টিসিবির পন্য বিক্রি

চাঁদপুর পৌর এলাকার ৩ ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করছেন স্থানিয় ওয়ার্ড কাউন্সিলর আঃ লতিফ গাজী।
চাঁদপুর: স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুরেও চলছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকিমূল্যের নিত্যপণ্য বিক্রির কার্যক্রম। জেলায় ১ লক্ষ ৪৫ হাজার ১৪৭ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে এ পণ্য বিক্রি করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় চাঁদপুর পৌরসভার ১ ও ৩ নং ওয়ার্ডে টিসিবির পন্য বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) স্ব স্ব ওয়ার্ডে এই পন্য বিতরণ করা হয়।৩ নং ওয়ার্ডে পৌরসভার পক্ষে কাউন্সিলর লতিফ গাজী উপস্থিত থেকে এই পন্য বিতরণ করেন। এদিন ১ নং ওয়ার্ডে  ৪০৭ জন  ও ৩ নং ওয়ার্ডে  ৪১৬ জন কার্ডধারীর মাঝে এই পন্য বিতরণ করা হয়।৪০৫ টাকার এই প্যাকেজে ছিল  ২ লিটার তের,২ কেজি ডাল, ১ কেজি চিনি।পন্য বিতরন করেন  ডিলার পুরান বাজারের  মের্সাস লক্ষীভান্ডারের লোকজন ।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম