চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে ৬ ছিন্নমুল হকারকে অনুদান প্রদান

চাঁদপুর: চাঁদপুর বড় স্টেশন মুল হেড এলাকার ৬ জন ছিন্ন মুল হকারের দোকান আগুনে পুড়ে যাওয়ায় তাদেরকে পৌরসভার পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) দুপুরে পৌর মেয়র মো. জিল্লুর রহমান এ অনুদানের চেক ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন।
ক্ষতিগ্রস্থরা হলেন, শাক্কু মোল্লা, বিল্লাল হোসেন, রতন, আল আমিন, মাহাবুব আলম ও রিপন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সফিকুল ইসলাম।
জানাগেছে, গত ২ ফেব্রুয়ারি বড়  স্টেশন মোলহেড  এলাকায় ৬টি ছিন্নমূল হকারের দোকান আগুনে পুড়ে যায়। ওই  সময় খবর পেয়ে চাঁদপুর পৌর মেরর জিল্লুর রহমান জুয়েল ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্থদের সহায়তা করবেন বলে জানান। তারই আলোকে আজ তাদের হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়।
ফম/এমএমএ/

মিজান লিটন | ফোকাস মোহনা.কম