চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি 

চাঁদপুর: পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিস কোড চালুসহ বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে  কর্মবিরতি শুরু করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর কর্মকর্তা -কর্মচারীরা।
বৃহস্পতিবার (৯ মে) সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত  বাবুরহাট বাজারের উত্তরে সমিতির নিজস্ব কার্যালয়ের সামনে এ কর্মবিরতি পালন করেন তারা। বিদ্যুৎ সরবরাহ  স্বাভাবিক ও নাগরিক সুবিধা চালু রেখে এ কর্মসূচি পালন করেন তারা।
চাঁদপুরে এ   কর্মসূচি চলাকালে   তাদের বিভিন্ন দাবি-দাওয়ার পক্ষে নানা স্লোগান দিতে দেখা যায়।  এ সমিতির অন্তর্ভুক্ত প্রায় সাড়ে ৪শত কর্মকর্তা – কর্মচারী এদিন  কর্মসূচিতে অংশ নেন বলে জানান কারিগরি বিভাগের ডিজিএম প্রকৌশলী ইউনুস আলী।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম