চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর দুই এনফোর্সমেন্ট কো অডিনেটরের বিদায় সংবর্ধনা

চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর দুই এনফোর্সমেন্ট কো অডিনেটরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট গ্রহন করছেন বিদায়ী এনফোর্সমেন্ট কো অডিনেটর এ,কে,আজাদ।
চাঁদপুর: চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর দুই এনফোর্সমেন্ট কো অডিনেটরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ নভেম্বর) দুপুর ১২ টায় সমিতির কার্যালয়ে সমিতির ২ এনফোর্সমেন্ট কো অডিনেটর এ, কে, আজাদ ও মোঃ সেলিম আল দীনের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জিএম দেব কুমার মালো,  ডিজিএম কারিগরি, এজিএম(অর্থ), এজিএম প্রশাসন,এজিএম সদস্য সেবা, এজিএম ও এন্ডএম,  একাউন্ট্যান্ট, জিনিয়ার ইঞ্জিনিয়ার, বিএস, আইটি, বিলিং সহকারী, লাইট টেকনিশিয়ান,  মিটার রিডার কাম ম্যাসেঞ্জারসহ সর্বস্তরের  কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
এ,কে, আজাদের বিদায়নুষ্ঠানে সবাই আবেগআপ্লুত হয়ে পড়ে। তিনি দীর্ঘ ১৩ বছর কর্মজীবনে সবার সাথে সুসম্পর্ক রেখে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন, দায়িত্ব পালন কালে তিনি  পল্লীবিদ্যুৎতের  সার্বক্ষণিক সেবা দিয়েছেন। একজন দক্ষ ও সহকর্মী  বান্ধব সহকর্মীর বিদায় দিয়ে সবাই কান্নায় ভেঙ্গে পড়েন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম