চাঁদপুর নৌ পুলিশের জব্দ জেলে নৌকা ও ট্রলারসহ সরঞ্জাম লুট

চাঁদপুর : চাঁদপুরে পদ্মা-মেঘনায় জাটকা সংরক্ষণ ও মা ইলিশ প্রজনন রক্ষা অভিযানে জব্দ জেলে নৌকা, ট্রলার ও ট্রলারে থাকা ইঞ্চিনসহ বিবিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যাচ্ছে বিক্ষুব্ধ জেলেরা।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখাগেছে ঘাটের কিনারে বেঁধে রাখা ট্রলার ও নৌকা নিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়ে।

বেলা সাড়ে ১১টার দিকে একটি ট্রলারে করে লঞ্চঘাটে আসে ২০ থেকে ২৫ জন জেলে। তাদের পরিচয় ও বাড়ী কোন এলাকায় জানতে চাইলে কোন কথা বলতে রাজি হয়নি। তারা ট্রলার থেকে নেমে কয়েকজন শুরু করে নৌকা ও ট্রলার লুটপাটের কাজ এবং কয়েকজ ঘাটের ওপরে উঠে আসে।

এদিকে সোমবার (৫ আগস্ট) সকালে শেখ হাসিনা পদত্যাগের আগাম খবর জানতে পেরে চাঁদপুর নৌ থানার ওসি, কর্মকর্তা ও পুলিশ সদস্যরা থানা থেকে পালিয়ে যায়। এরপর বিকেলে থানা এলাকা ও আশপাশের বিক্ষুব্ধ জেলেরা থানা আগুন দিয়ে জালিয়ে দেয়। যে কারণে লুটপাটের ঘটনা ঘটলেও তাদেরকে বাঁধা দেয়ার কেউ নেই।

কি পরিমাণ জেলে নৌকা জব্দ ছিলো এই বিষয়ে বক্তব্যের জন্য চাঁদপুর নৌ থানার ওসি মো. মনিরুজ্জামানকে ফোন দেয়া হয়। তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, দেশের এমন পরিস্থিতিতে আমরা ঘটনাস্থলে যেতেও পারছি না এবং কোন কিছু জানতেও পারছিনা। তবে অবস্থা স্বাভাবিক হলে সবই বলা যাবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম