চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বর্ধিত সভা

চাঁদপুর: আগামী ২২ সেপ্টেম্বর অনশন ও সমাবেশ সফল করতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের কদমতলাস্থ জেলা স্কাউট ভবনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিণয় ভূষণ মজুমদার।

তিনি বক্তব্যে বলেন, আমার এক দুই বছর পর পর ভান দিয়ে সমাবেশ করি। আমাদের নেতাদের ব্যার্থতার জন্য এ রকম গয়ে থাকে। এদেশে এখনো আড়াই কোটির উপরের হিন্দু সম্প্রদায় রয়েছে। তাহলে কেন আমারা আমাদের দাবীগুলো আদায় করতে পারছি না। অর্পিত সম্পত্তি আইনে মামলা চালাতে গিয়ে অনেকে দেউলিয়া হয়ে গেছে। সরকার দেবত্ত সম্পত্তি আইন পরিবর্তন করতে চায়, এর সাথে অনেক হিন্দু নেতাদের সায় রয়েছে। আমাদের মধ্যে বিষধর সাপ রয়েছে তাই দাবী আদায়ে আমরা শতভাগ সফল হতে পারছি না।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী ও সহ সভাপতি তপন সরকারের যৌথ পরিচালনায় বক্তব্য দেন-চাঁদপুর জন্মষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক ও হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, রাধা গোবিন্দ গোপ, প্রফসর রনজিৎ বণিক, বীরমুক্তিযোদ্ধা অজিত সাহা, মৃনাল সাহা, জযরাম রায়, মহিলা ঐক্য পরিষদের সভাপতি মৃদুলা রানী সাহা, সদর উপজেলার সভাপতি বাসুদেব মচুমদার, সাধারণ সম্পাদক বিমল চৌধুরী।

আরো বক্তব্য দেন-হাজীগঞ্জ উপজেলার ঐক্য পরিষদ সভাপতি স্বপন কুমার পাল, সাধারণ সম্পাদক মিঠুন ভদ্র, মতলব দক্ষিণ উপজেলার সভাপতি গনেশ ভৌমিক, সাধারণ সম্পাদক বাদল নন্দী, মতলব দক্ষিণ উপজেলার সভাপতি রাধেশ্যাম সাহা, সাধারণ সম্পাদক শ্যামল দাস, শাহরাস্তি উপজেলার ঐক্য পরিষদ সভাপতি কমল চক্রবর্তী, কচুুয়া উপজেলার সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, ফরিদগঞ্জ পজেলার সাধারণ সম্পাদক তপন মজুমদার, শহর ঐক্য পরিষদের সভাপতি রিপন সাহা, সাধারণ সম্পাদক ভাষ্কর দাস, জেলা যুব ঐক্যের আহবাঢক অমরেশ দত্ত, জরিজন সম্প্রদায়ের পক্ষে গোপি হরিজন।

সভায় বক্তারা বলেন, প্রত্যেক রাষ্ট্রেই সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার বিধান রয়েছে। দেশ স্বাধীন হওয়ার ৫০ বছর পরও
সংখ্যালঘুরা সুযোগ পেলে আবার ২০০১ সালের মতো স্বাধীনতার পরাজিত শক্তিরা। দেশে নির্বাচন এলে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়। নির্বাচনের ফলাফল প্রকাশের পরাজিত পার্টি আবার সংখ্যালঘুদের উপর হামালা চালায়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম