চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা কামরুজ্জামান হাসানাত আটক

চাঁদপুর: চাঁদপুর  জেলা  সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাছানাতকে চেক জালিয়াতি ও নাশকতার দুটি মামলায় গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

জানাগেছে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল  চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান হাছানাতের বিরুদ্ধে আপন বড়বোন  জামাইয়ের কাছ থেকে সরকারি চাকরি দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় এবং সরকার বিরোধী আন্দোলনের নামে নাশকতা সংক্রান্ত ১ টি মামলাসহ মোট ২ টি মামলায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে।

গ্রেফতারী পরোয়ানা মুলে চাঁদপুর সদর মডেল থানার এ এস আই মেজবা গোপন সংবাদের ভিওিতে গত  ২৮ সেপ্টেম্বর  মঙ্গলবার  সন্ধ্যায় মহামায়া বাজার  এলাকা থেকে তাঁকে  আটক করেন।

চাঁদপুর সদর মডেল থানা সূত্রে জানা যায়,  এন আই এক্ট মামলা নং১৩৮ ও সি আর ৩৮১/১৬। এদুটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও উক্ত জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাছানাতের বিরুদ্ধে আরো বেশকটি রাজনৈতিক নাশকতা  মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম