চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ মাঝি, সদস্য সচিব সামসুল আরেফিন খান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক
শামসুল আলম সূর্য।
ঘোষিত কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ ফেব্রুয়ারি থেকে ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। কেন্দ্রের বেঁধে দেয়া এই সময়সীমার মধ্যেই পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দিতে হবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এফ এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান আংশিক এই কমিটির স্বাক্ষরিত পত্রে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
এদিকে নতুন কমিটির ঘোষণা দেয়ার পর ৭ ফেব্রুয়ারী বিকেলে জেলা স্বেচ্ছাসেদক দলের উজ্জীবিত নেতাকর্মী-সমর্থকরা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে নবগঠিত কমিটির নেতাদর ফুলের শুভেচ্ছা জানান এবং আনন্দ মিছিল বের করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদ মাঝি শনিবার এ প্রতিনিধিকে জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের পরীক্ষিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। স্বেচ্ছাসেবক দল বিগত দিনে সকল আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চাঁদপুরেও এর ব্যত্যয় ঘটেনি। ফ্যাসিবাদ হাসিনা সরকারকে হঠাতে এই ১৭ বছর আমরা মাঠে ছিলাম। আগামীতেও চাঁদপুর স্বেচ্ছাসেবক দল দেশের যে কোন প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অবশ্যই পূর্ণাঙ্গ কমিটিতে সকল ত্যাগী নেতাকর্মী ঠাঁই পাবে।
ফম/এমএমএ/