চাঁদপুর জেলা স্কাউটসের নতুন কমিটি গঠন

কমিশনার শাজাহান সিদ্দিকী, সম্পাদক মোঃ হোসেন নির্বাচিত

চাঁদপুর: চাঁদপুর জেলা স্কাউটস এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত। সম্মেলনে সকল কাউন্সিলরের ভোটের মাধ্যমে জেলা স্কাউটের নতুন কমিটি গঠন করা হয়েছে। 
সোমবার ( ১০ মার্চ) সকালে বাংলাদেশ স্কাউটস আয়োজিত চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের  সম্মেলন কক্ষে স্কাউটস এর জেলা কাউন্সিলের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন  জেলা প্রশাসক ও স্কাউটস এর এডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ মহসিন উদ্দিন।
এ সময় তিনি বলেন, আপনারা সকলেই মিলেমিশে এক হয়ে কাজ করবেন, একতাই হলো স্কাউটের প্রধান লক্ষ। আমাদের স্কাউটের কোন কোন জায়গা দুর্বল আছে সেগুলোতে কাজ করতে হবে। আমাদের উপজেলা গুলোতে স্কাউটের  এক্টিভিটিস বাড়াতে হবে। স্কাউট যেন সত্যিকারের স্কাউটে গড়ে উঠে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আছে সেই প্রশিক্ষণগুলো যেন তাদেরকে দেওয়া যায় সেদিকে নজর রাখতে হবে। সামনে ঈদ ও নির্বাচন আসছে তাই এখন থেকেই  স্কাউটদের গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে উপস্থিত সকল সদস্যদের ভোটের মাধ্যমে জেলা স্কাউটের কমিশনার ও সম্পাদক নির্বাচন করা হয়। এ সময় কমিশন পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন এরা হলেন শাহজাহান সিদ্দিকী ও শামসুল আলম।
আর সম্পাদক পদে দুইজন তারা হলেন, নেয়ামত হোসেন ও মোহাম্মদ হোসেন। এ সময় উপজেলা ও জেলার মোট ৯১ জন কাউন্সিলর ভোটারের  মধ্যে ৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ সময় কমিশনার পদের শাহজাহান সিদ্দিকী ৪৫ ভোট পেয়ে জয়লাভ করেন, আর তার প্রতিদ্বন্দ্বী শামসুল আলম ৩৯ ভোট পায়।আর সম্পাদক পদে মোহাম্মদ হোসেন ৫৮ ভোট পেয়ে বিজয়ী হন, আর তার প্রতিদ্বন্দ্বী নেয়ামত হোসেন পান ২৬ ভোট।
এ সময় নির্বাচন পরিচালনার প্রধান দায়িত্ব ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আল ইমরান খান, সদস্য সচিব প্রাথমিক শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস, আর সদস্য হিসেবে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক মিলন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত সহ বিভিন্ন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

মিজান লিটন | ফোকাস মোহনা.কম